ঢাকা , শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
পেশাগত দায়িত্ব পালনে সাহসী ও ইতিবাচক ভূমিকা পালনের জন্য-

নয়াদিগন্তের সিনিয়র রিপোর্টার শামছুল ইসলাম পেলেন সাহসী সাংবাদিক সম্মাননা

নয়াদিগন্তের সিনিয়র রিপোর্টার শামছুল ইসলাম

নয়াদিগন্তের সিনিয়র রিপোর্টার শামছুল ইসলাম পেয়েছেন সাহসী সাংবাদিক সম্মাননা । বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে ২০২৪ সালের ১ জুলাই থেকে ৫ আগষ্ট পর্যন্ত পেশাগত দায়িত্ব পালনে সাহসী ও ইতিবাচক ভূমিকা পালনের জন্য এই স্বীকৃতি ও সম্মাননা প্রদান করে।

 

রবিবার (৩ আগস্ট) বিকেলে তথ্য ভবনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মাননা প্রদান করেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। বিশেষ অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাউসার আহম্মেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ।

 

এসময় উপস্থিত ছিলেন তথ্য অধিদপ্তরেরপ্রধান তথ্য অফিসার মো: নিজামূল কবীর, গণযোগাযোগ অধিদপ্তরে মহাপরিচালক ফায়জুল হক, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক (ডিজি) ফারুক ওয়াসিফ প্রমুখ।

 

২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত শামছুল ইসলাম দৈনিক নয়া দিগন্তের রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হিসেবে কাজ করেছেন। ২০১৩ থেকে তিনি ঢাকায় নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন এবং দেশের প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয় বিটে কাজ করছেন।

 

শামছুল ইসলাম সচিবালয় বিটে কাজ করছেন। তিনি নাটোর জেলা সাংবাদিক সমিতি, ঢাকার সাধারণ সম্পাদক। এ ছাড়াও শিপিং রিপোর্টাস ফোরামের (এসআরএফবি) কোষাধ্যক্ষ হিসেবে কাজ করছেন।

 

গত ১৫ বছর ধরে ফ্যাসীবাদী বিরোধী বিভিন্ন কর্মসূচিতে সরাসরি অংশগ্রহণ, সংবাদপত্রে এবং সামাজিক যোগাযোগ সাইটে লেখালেখির মাধ্যমে মানবাধিকারের পক্ষে কাজ করে যাচ্ছেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

লেবার পার্টির দলীয় মনোনয়ন পেলেন শাহ মাছুম ফারুকী

পেশাগত দায়িত্ব পালনে সাহসী ও ইতিবাচক ভূমিকা পালনের জন্য-

নয়াদিগন্তের সিনিয়র রিপোর্টার শামছুল ইসলাম পেলেন সাহসী সাংবাদিক সম্মাননা

আপডেট সময় ০২:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫

নয়াদিগন্তের সিনিয়র রিপোর্টার শামছুল ইসলাম পেয়েছেন সাহসী সাংবাদিক সম্মাননা । বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে ২০২৪ সালের ১ জুলাই থেকে ৫ আগষ্ট পর্যন্ত পেশাগত দায়িত্ব পালনে সাহসী ও ইতিবাচক ভূমিকা পালনের জন্য এই স্বীকৃতি ও সম্মাননা প্রদান করে।

 

রবিবার (৩ আগস্ট) বিকেলে তথ্য ভবনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মাননা প্রদান করেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। বিশেষ অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাউসার আহম্মেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ।

 

এসময় উপস্থিত ছিলেন তথ্য অধিদপ্তরেরপ্রধান তথ্য অফিসার মো: নিজামূল কবীর, গণযোগাযোগ অধিদপ্তরে মহাপরিচালক ফায়জুল হক, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক (ডিজি) ফারুক ওয়াসিফ প্রমুখ।

 

২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত শামছুল ইসলাম দৈনিক নয়া দিগন্তের রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হিসেবে কাজ করেছেন। ২০১৩ থেকে তিনি ঢাকায় নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন এবং দেশের প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয় বিটে কাজ করছেন।

 

শামছুল ইসলাম সচিবালয় বিটে কাজ করছেন। তিনি নাটোর জেলা সাংবাদিক সমিতি, ঢাকার সাধারণ সম্পাদক। এ ছাড়াও শিপিং রিপোর্টাস ফোরামের (এসআরএফবি) কোষাধ্যক্ষ হিসেবে কাজ করছেন।

 

গত ১৫ বছর ধরে ফ্যাসীবাদী বিরোধী বিভিন্ন কর্মসূচিতে সরাসরি অংশগ্রহণ, সংবাদপত্রে এবং সামাজিক যোগাযোগ সাইটে লেখালেখির মাধ্যমে মানবাধিকারের পক্ষে কাজ করে যাচ্ছেন।