ঢাকা , শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
তারুণ্যের আইডিয়ায় গণঅভ্যূত্থানের বর্ষপূর্তি পালন উপলক্ষ্যে জয়দেবপুর জংশন রেলওয়ে স্টেশনে

‘মুগ্ধ সুপেয় পানির কর্ণার’র শুভ উদ্বোধন

তারুণ্যের আইডিয়ায় গণঅভ্যূত্থানের বর্ষপূর্তি পালন উপলক্ষ্যে জয়দেবপুর জংশন রেলওয়ে স্টেশনে মুগ্ধ সুপেয় পানির কর্ণার এর শুভ উদ্বোধন করা হয়

তারুণ্যের আইডিয়ায় গণঅভ্যূত্থানের বর্ষপূর্তি পালন উপলক্ষ্যে জয়দেবপুর জংশন রেলওয়ে স্টেশনে ‘মুগ্ধ সুপেয় পানির কর্ণার’ এর শুভ উদ্বোধন করা হয়।

মঙ্গলবার (৫ আগস্ট, ২০২৫) ‘আমার চোখে জুলাই বিপ্লব’ প্রতিপাদ্য নিয়ে স্থানীয় সরকার বিভাগের জুলাই গণঅভ্যুত্থান স্মরণে অংশগ্রহণমূলক আইডিয়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। গত ১ জুলাই হতে ১০ জুলাই ২০২৫ পর্যন্ত গাজীপুর জেলা পরিষদ কর্তৃক আয়োজিত নির্দেশনা ও গাইড লাইন অনুসরণ করে। ফলে  গাজীপুর জেলায় ৬৯টি আইডিয়া প্রস্তাব পাওয়া যায়। প্রাপ্ত আইডিয়াসমূহের মধ্যে মূল্যায়ন কমিটি কর্তৃক গাজীপুরের জয়দেবপুর জংশন রেলওয়ে স্টেশনে ‘মুগ্ধ সুপেয় পানির কর্ণার’ স্থাপন আইডিয়া প্রস্তাব চূড়ান্তভাবে নির্বাচন করা হয়।

 

চূড়ান্তভাবে নির্বাচিত আইডিয়া প্রকল্পটি ৯ লাখ ৭৫ হাজার টাকা ব্যয়ে বাস্তবায়িত হয়। প্রকল্পটি বাস্তবায়নের ফলে জয়দেবপুর রেলওয়ে স্টেশনে আগত যাত্রী ও সর্বসাধারণের সুপেয় পানি পানের সুব্যবস্থা তৈরী হলো। এ উদ্যোগের ফলে শহীদ মুগ্ধর মানবিক ত্যাগ ও সেবার মাধ্যমে গণঅভ্যুত্থানের ইতিহাস চর্চার ধারা অব্যাহত থাকবে এবং সমাজে সেবামূলক কাজের চর্চা বৃদ্ধির পাশাপাশি দেশব্যাপী মুগ্ধ সুপেয় পানির কর্ণার নির্মাণের উদ্যোগ ছড়িয়ে পড়বে। এতে সাধারণ মানুষের মননে গণঅভ্যুত্থানের স্মৃতি ও চেতনা সুদৃঢ় হবে।

 

জেলা পরিষদের অর্থায়নে বাস্তবায়িত জয়দেবপুর জংশন রেলওয়ে স্টেশনে ‘মুগ্ধ সুপেয় পানির কর্ণার’ এর শুভ উদ্বোধন করেন গাজীপুর জেলার জেলা প্রশাসক ও জেলা পরিষদের প্রশাসক নাফিসা আরেফীন।  এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর জেলার পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক, গাজীপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপসচিব) খন্দকার মুদাচ্ছির বিন আলী,  অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ, জেলার অন্যান্য দপ্তরের প্রকৌশলীবৃন্দ, আইডিয়া প্রদানকারী দলের সদস্যবৃন্দ ও জয়দেবপুর রেলওয়ে স্টেশন মাস্টারসহ জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

লেবার পার্টির দলীয় মনোনয়ন পেলেন শাহ মাছুম ফারুকী

তারুণ্যের আইডিয়ায় গণঅভ্যূত্থানের বর্ষপূর্তি পালন উপলক্ষ্যে জয়দেবপুর জংশন রেলওয়ে স্টেশনে

‘মুগ্ধ সুপেয় পানির কর্ণার’র শুভ উদ্বোধন

আপডেট সময় ০৮:২৫ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫

তারুণ্যের আইডিয়ায় গণঅভ্যূত্থানের বর্ষপূর্তি পালন উপলক্ষ্যে জয়দেবপুর জংশন রেলওয়ে স্টেশনে ‘মুগ্ধ সুপেয় পানির কর্ণার’ এর শুভ উদ্বোধন করা হয়।

মঙ্গলবার (৫ আগস্ট, ২০২৫) ‘আমার চোখে জুলাই বিপ্লব’ প্রতিপাদ্য নিয়ে স্থানীয় সরকার বিভাগের জুলাই গণঅভ্যুত্থান স্মরণে অংশগ্রহণমূলক আইডিয়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। গত ১ জুলাই হতে ১০ জুলাই ২০২৫ পর্যন্ত গাজীপুর জেলা পরিষদ কর্তৃক আয়োজিত নির্দেশনা ও গাইড লাইন অনুসরণ করে। ফলে  গাজীপুর জেলায় ৬৯টি আইডিয়া প্রস্তাব পাওয়া যায়। প্রাপ্ত আইডিয়াসমূহের মধ্যে মূল্যায়ন কমিটি কর্তৃক গাজীপুরের জয়দেবপুর জংশন রেলওয়ে স্টেশনে ‘মুগ্ধ সুপেয় পানির কর্ণার’ স্থাপন আইডিয়া প্রস্তাব চূড়ান্তভাবে নির্বাচন করা হয়।

 

চূড়ান্তভাবে নির্বাচিত আইডিয়া প্রকল্পটি ৯ লাখ ৭৫ হাজার টাকা ব্যয়ে বাস্তবায়িত হয়। প্রকল্পটি বাস্তবায়নের ফলে জয়দেবপুর রেলওয়ে স্টেশনে আগত যাত্রী ও সর্বসাধারণের সুপেয় পানি পানের সুব্যবস্থা তৈরী হলো। এ উদ্যোগের ফলে শহীদ মুগ্ধর মানবিক ত্যাগ ও সেবার মাধ্যমে গণঅভ্যুত্থানের ইতিহাস চর্চার ধারা অব্যাহত থাকবে এবং সমাজে সেবামূলক কাজের চর্চা বৃদ্ধির পাশাপাশি দেশব্যাপী মুগ্ধ সুপেয় পানির কর্ণার নির্মাণের উদ্যোগ ছড়িয়ে পড়বে। এতে সাধারণ মানুষের মননে গণঅভ্যুত্থানের স্মৃতি ও চেতনা সুদৃঢ় হবে।

 

জেলা পরিষদের অর্থায়নে বাস্তবায়িত জয়দেবপুর জংশন রেলওয়ে স্টেশনে ‘মুগ্ধ সুপেয় পানির কর্ণার’ এর শুভ উদ্বোধন করেন গাজীপুর জেলার জেলা প্রশাসক ও জেলা পরিষদের প্রশাসক নাফিসা আরেফীন।  এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর জেলার পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক, গাজীপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপসচিব) খন্দকার মুদাচ্ছির বিন আলী,  অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ, জেলার অন্যান্য দপ্তরের প্রকৌশলীবৃন্দ, আইডিয়া প্রদানকারী দলের সদস্যবৃন্দ ও জয়দেবপুর রেলওয়ে স্টেশন মাস্টারসহ জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।