বাংলাদেশ ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের ৫০তম সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ আগস্ট, ২০২৫) রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত উক্ত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান কাজী জামিল আজহার।
সভায় বাংলাদেশ ইউনিভাসির্টির তৃতীয় সমাবর্তন অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করাসহ বিশ^বিদ্যালয়ের উৎকর্ষ সাধনের লক্ষ্যকে সামনে রেখে বিভিন গুরুত্বপূর্ণ একাডেমিক, প্রশাসনিক ও কৌশলগত বিষয়ে আলোচনা হয়। এছাড়া একাডেমিক মানোন্নয়ন, গবেষণা সক্ষমতা বৃদ্ধি এবং কার্যক্রমের দক্ষতা উন্নত করতে বেশ কিছু কৌশলগত দিক নির্দেশনা গ্রহণ করা হয়।
সভায় বিইউ’র বোর্ড অব ট্রাস্টিজের সেক্রেটারী ইঞ্জি: এম এ গোলাম দস্তগীর, সদস্য ইঞ্জি: মশিহ্ উর রহমান, শাহনীলা আজহার, স্থপতি ইকবাল হাবিব, ইঞ্জি: মুশফিকুর রহমান, এডভোকেট শারমিন আহমেদ মজুমদার, বিইউ’র উপাচার্য অধ্যাপক ড. মো: জাহাঙ্গীর আলম, ট্রেজারার সাজেদ উল ইসলাম, রেজিস্ট্রার ব্রি. জে. মো: মাহবুবুল হক (অব.), ফ্যাকাল্টি অব সাইন্স ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডীন অধ্যাপক ড. নূরুর রহমান খান, ফ্যাকাল্টি অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এন্ড ইকোনমিক্স অনুষদের ডীন অধ্যাপক ড. মো: তাজুল ইসলাম ও ফ্যাকাল্টি অব আর্টস, সোস্যাল সাইন্স এন্ড ল’ অনুষদের ডীন অধ্যাপক মোহাম্মদ হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

সংবাদ প্রেরক : সোহেল আহসান নিপু, ডেপুটি রেজিস্ট্রার-জনসংযোগ, বাংলাদেশ ইউনিভার্সিটি। 










