গাজীপুরে সরকার ঘোষিত ৫ আগস্ট এর বিশেষ দিনে শহীদদের স্মরণে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫ উদযাপন’ উপলক্ষে 'জুলাই গণঅভ্যুত্থানে আলেম-ওলামাদের ভূমিকা' শীর্ষক আলোচনা সভা, কোরআন খতম ও দোয়া মাহফিল আয়োজন করা হয়। অনুষ্ঠানটির আয়োজক প্রতিষ্ঠান ছিল ইসলামিক ফাউন্ডেশন গাজীপুর জেলা কার্যালয়, গাজীপুর।
মঙ্গলবার ( ৫ আগস্ট) দুপুরে ইসলামিক ফাউন্ডেশন গাজীপুর জেলা কার্যালয়ে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ।
ইসলামিক ফাউন্ডেশন গাজীপুরের উপ-পরিচালক মোহাম্মদ মাহবুবুল আলমের সভাপতিত্বে এবং ফিল্ড সুপারভাইজার ইব্রাহিম খলিলের পরিচালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন ফিল্ড অফিসার মো. আল আমীন মিয়া। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন জয়দেবপুর বাসস্ট্যান্ড জামে মসজিদের ইমাম হাফেজ মো. জিল্লুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে জুলাই গণঅভ্যুত্থান বিষয়ে আলোচনায় অংশ নেন গাজীপুর পুলিশ সুপারের কার্যালয়ের ডি আই ও-১ মো. আবুল বাশার মিয়া, গাজীপুর সিটির সাবেক কমিশনার বিএনপি নেতা আলহাজ্ব হান্নান মিয়া হান্নু, গাজীপুর জেলা জামায়াতের আমীর ড. মো. জাহাঙ্গীর আলম, গাজীপুর জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মো. শেফাউল হক, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের গাজীপুরের নেতা মো. আল আমিন খান, হেফাজতে ইসলাম বাংলাদেশ-গাজীপুরের যুগ্ম আহ্বায়ক মুফতি নাছির উদ্দিন খান, ছাত্র জমিয়ত গাজীপুরের আহবায়ক গাজী ফরিদ হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গাজীপুরের নেতা শরিফুল ইসলাম শরীফ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গাজীপুরের নেতা শাফিন সরকার। অনুষ্ঠানের আলোচক ছিলেন ইসলামিক ফাউন্ডেশন গাজীপুরের ফিল্ড সুপারভাইজার মাওলানা ওমর ফারুক।
আলোচনা সভার আগে উপস্থিত আলেম ও হাফেজগণ কুরআন খতম করেন। আলোচনা শেষে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে এবং আহতদের সুস্থতা-কল্যাণ কামনা করে দোয়া-মোনাজাত পরিচালনা করেন মুফতি মাওলানা নাছির উদ্দিন খান।

মোহাম্মদ মনজুরুল হক গাজী, গাজীপুর প্রতিনিধি 










